রাজাকারনামা: রাষ্ট্রের হৃদরোগ ও লাশতন্ত্র
গণ অভ্যূত্থান ও জুলাই গনহত্যা নিয়ে Razakarnama : Organic Crisis and Secular Necropolitics সিরিজের অংশ হিসেবে আয়োজিত হয় " রাজাকারনামা : রাষ্ট্রের হৃদরোগ ও লাশতন্ত্র " শীর্ষক আলোচনা৷ আলোচক হিসেবে চিন্তা ও তৎপরতার চিহ্ন রাখে চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক তরিকুল হুদা, শিক্ষক ও সম্পাদক তানজিন রাশিদ দোহা, প্রাবন্ধিক ও সম্পাদক আব্দুর রহমান বারি। তুরস্কের ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোহাম্মদ হোসাইন উক্ত সভা সঞ্চালনা করেন। উক্ত আলোচনার কারিগরি দিক সরাইখানার অধীনে সম্পাদন করা হয়। মাইলস্টোন জার্নাল আয়োজিত উক্ত আলোচনা সভা গণ অভ্যূত্থানে সকল শহিদকে উৎসর্গ করা হলো। উক্ত শহিদদের তাজা রক্ত আমাদের সংহতির ভিত্তিতে শরিকানার ও জাতীয় মীমাংসার মধ্য দিয়ে নয়া রাষ্ট্র গঠনের সবক দেয়। সকল শহীদদের শানে দরুদ ও ফাতেহা৷